আমিনুল হক, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ:-
মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি মোড়ের অনধিক ৫০০মিটারের মধ্যে ঘন কুয়াশায় বাস উল্টে আজ সকালেই মৃত্যু হয় আট জনের, আহত হন কুড়ি জনেরও বেশী।
জানা গেছে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমতালা থেকে বেলডাঙ্গার দিকে যাওয়ার সময় মনপ্রিত নামের বেসরকারি বাসটি ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়।
মৃত আট জনের মধ্যে একটি বাচ্চা ও একটি মহিলাও ছিল।তাদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আহত হয় কমপক্ষে পঁচিশ জন ।
পাশ্ববর্তী এক মসজিদের ইমাম মাইকে প্রচার করলে স্হানীয় লোকজন এসে উদ্ধার করেন আহতদের।আহতদের প্রথমে বেলডাঙ্গা হসপিটালে নিয়ে যাওয়া হলে পরে তাদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, বেলডাঙ্গা-আমতলা রোডের কাজিসাহা থেকে ছাপাখানা পর্যন্ত রাজ্যসড়কের দুরাবস্থাকেও এই দূর্ঘটনার জন্য দায়ী বলে দাবি করেছেন স্থানীয় মানুষদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584