সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সংশোধন আইনের প্রতিবাদে মিছিল করল সাগর ব্লক তৃনমূল কংগ্রেস । রুদ্রনগর, রামকচ্চর, ধসপাড়া-২ তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃনমূল কংগ্রেস সর্মথক মিছিলে পা মেলান । নেতৃত্ব দেন সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।
স্বামী বিবেকানন্দ চৌরঙ্গির মোড় থেকে শুরু হয় মিছিল। শেষ হয় হরিপদ বাগুলীর মোড় পর্যন্ত। মিছিলে হাঁটেন ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি মহিতোষ দাস, মহিলা সভানেত্রী অনিতা মাইতি, কর্মাধক্ষ্য শ্রীবেন্দু মন্ডল, অঞ্চল সভাপতি সপ্রদ্বীপ বালেশ্বর সহ প্রবীন থেকে নবীনেরা।
আরও পড়ুনঃ অমিতের বাংলা সফরের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুরে
মাদার তৃনমূল কংগ্রেস ও যুব তৃনমূল কংগ্রেস যৌথ্য মিছিলের পর এক পথ সভার আয়জন করা হয়। এদিন বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা তৃনমূল সম্পর্থকদের বলেন অসহিষ্ণুতার রাজনীতি করছে বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মার্চ মাসে প্রতিটি বিধানসভা এলাকায় সংশোধন আইনের বিরুদ্ধে পথে নামার নির্দেশদেন। সেই মতো শুরু হয়েছে কর্মসূচী।
সাগর বিধানসভা এলাকায় হিন্দু মুসলিম সকল সম্প্রদায় মানুষ এরই বিরুদ্ধে পথে নামছে। আজই তিনটি গ্রামপঞ্চায়েতের মানুষ পথে নেমেছে। আগামী দিনে এই আন্দোলন আরও দৃঢ় হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584