‘শান্তিনিকেতন’এ সিবিআই! বিড়ম্বনায় তৃণমূল

0
92

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রবিবারের নির্জন দুপুরে সিবিআই পৌঁছে গেল একশো অষ্ট আশি নম্বর হরিশ মুখার্জির একটি বড় বাড়িতে।ঘড়িতে তখন একটা পঁয়তাল্লিশ। এই বাড়িতেই থাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

TMC | newsfront.co
প্রতীকী চিত্র

রবিবারই নোটিস দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। ১০মিনিটের জন্য সেখানে ছিলেন সিবিআই আধিকারিকরা। অন্তত এমনটাই সিবিআই সূত্রের খবর। রবিবার বেলা পৌনে দুটো নাগাদ সিবিআই এর পাঁচ জনের একটি দল পৌঁছয় ‘শান্তিনিকেতন’ নামের এই বাড়িতে।

Abhisekh Banerjee | newsfront.co
অভিষেক ব্যানার্জি, সাংসদ। ফাইল চিত্র

এই বাড়িতেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে আজই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজই তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। কয়লাকাণ্ডের অন্যতম কিংপিন বিনয় মিশ্রের সঙ্গে তাঁর যোগ থাকার তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। জানা গিয়েছে, তদন্তে নেমে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট লন্ডন অপরটি ব্যাংককের।

আরও পড়ুনঃ রাকেশ সিংয়ের উপর দোষ চাপালেন মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী

ইতিমধ্যেই একজন মধ্যস্থতাকারীর হদিস পেয়েছে সিবিআই। তিনি শ্রীরামপুরের একজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। বিনয় ঘনিষ্ঠ এই নিরাজ সিং নামে এক ব্যক্তি এই অ্যাকাউন্টে টাকা ফেলতেন।

জানা যাচ্ছে, এই দুটি অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন চলত। কয়লা পাচারের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার টাকা কলকাতায় পৌঁছাত বিনয় মিশ্রের কাছে। সেই টাকাই ঘুরপথে কলকাতার বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন এক মধ্যস্থতাকারী।

আরও পড়ুনঃ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি

উল্লেখ্য, গতকালই বিনয় মিশ্রকে ধরতে রেড কর্নার জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। দুবাই-তে তাঁর হদিশ পাওয়া গিয়েছে। তাঁদের হেফাজতে নেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
ইতিমধ্যেই শান্তিনিকেতন নামে বাড়িটির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা।

জানা যাচ্ছে ইতিমধ্যেই অভিষেকের বাড়িতে এসে তাঁকে নোটিস দিয়ে চলে গিয়েছে সিবিআই। সবমিলয়ে একুশের নির্বাচনের আগে কার্যত বিড়ম্বনায় তৃণমূল। উল্লেখ্য বারুইপুরের একটি সভায় এই ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেকও। জানান তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারলে, প্রকাশ্যে ফাঁসিতেও চড়তে রাজি তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here