ধর্ষণের ঘটনার তদন্তে কান্দীর উগ্রো ভাটপাড়ায় আবারও CBI-এর প্রতিনিধিদল

0
55

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্তে আবারও সিবিআই এসে পৌঁছালো কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামে। মঙ্গলবার বেলা ১১ টার সময় নির্যাতিতার বাড়িতে আসে চারজন কেন্দ্রীয় তদন্তকারীর দল।
আজ নির্যাতিতা সুনীতা দাস (নাম পরিবর্তিত) বাড়িতে এসে জিজ্ঞাসা বাদ করা হয়।

CBI team
তদন্তে সিবিআই-এর প্রতিনিধি দল

উল্লেখ্য, গত ৯ মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রামে কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেছিলেন কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামের সুনীতা দাস, যিমি হাজরা ( নাম পরিবর্তিত) নামের নাবালিকা।

তারা এক বান্ধবী আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা নাগাদ আছড়ার রান্ডার মাঠে ঘটনাটি ঘটেছিল। মেয়েটিকে রাতেই নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সকালেই তাঁকে বহরমপুরে এনে ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়। ঘটনায় নবগ্রাম থানার পুলিশ ১০ মে এলাকা থেকে সন্দেহজনক তিন জন যুবকে আটক করে। তিনজনই বর্তমানে জেল হেপাজতে রয়েছে এবং তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত করে সিবিআই ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে।

আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরেই যানবাহন বন্ধ রণগ্রাম ব্রিজে, দ্রুত চালুর দাবীতে অধীর চৌধুরীর ‘একলা চলো’ পদযাত্রা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here