নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার ছিল সিধু-কানু সহ সাঁওতাল বিদ্রোহের অন্যান্য বিদ্রোহীদের উপর আক্রমনের দিন।ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহের মূল কান্ডারীকে সেদিন হত্যা করা হয়।১৮৫৫-৫৬ সময়ে এই ঘটনার প্রতিবাদে ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে সাঁওতাল জনজাতি।সাড়ম্বরে এই দিনটিকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হয়।


সেই লক্ষ্যে এই মহান দিনটিকে পালন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে।পশ্চিম মেদিনীপুরের বেলদা কেশিয়াড়ীতে সাড়ম্বরে উদযাপন করেন বিভিন্ন আদিবাসী ক্লাব সংগঠন।
আরও পড়ুন: ফালাকাটায় হুল দিবস উদযাপন
সাঁওতালি ভাষায় পঠন-পাঠন,জাতপাত তুলে শিক্ষক নিগ্রহের প্রতিবাদ ও বাংলা ভাষার মতো সাঁওতালি ভাষাকে গুরুত্ব দিতে হবে-ও হুল দিবস উদযাপনকে কেন্দ্র করে কেশিয়াড়ী পাঁচিয়াড় ও কুকাইতে মিছিল সংগঠিত করে বিভিন্ন ক্লাব সাঁওতালি ক্লাব সংগঠন।পাশাপাশি কেশিয়াড়ীর রবীন্দ্র ভবনে জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় সিধু-কানু হুল-মাহা উদযাপন।
সবুজ পতাকা উত্তোলনের মাধ্যমে ও সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানের।পরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান,আদিবাসী নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়।এই হুল উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার রাজ্য সভাপতি ক্ষুদিরাম টুডু,সহ জেলার এসটি মোর্চার অন্যান্য কার্যকর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584