তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় রায়গঞ্জ রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় নজরুল জন্মজয়ন্তী।
অনুষ্ঠানের শুরুতেই নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন রায়গঞ্জের পৌরপিতা সন্দীপ বিশ্বাস,উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র,উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাসও উত্তর দিনাজপুর জেলার মুখ্য চিকিৎসক প্রকাশ মৃধা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র।
নজরুল জন্মজয়ন্তী সম্পর্কে বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস,তথ্য ও সংস্কৃতি দফতরের জেলা আধিকারিক রানা দেবদাস ও মুখ্য চিকিৎসক প্রকাশ মৃধা।এর পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু শুরু হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতের মনোজ্ঞ আসরের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন উত্তরবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কমল নাগ,আকাশ সরকার,বর্ণালী ঘোষ ও সারদা গুহ। অসাধারন নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের কাছে প্রসংশিত হয় রায়গঞ্জ কালচারাল ফোরামের নৃত্যশিল্পীগণ,ত্রিবেনি নাট্য সংস্থার নৃত্য শিল্পীরা ও সরস্বতী নৃত্য বিদ্যালয়ের শিল্পীরা।
আরও পড়ুনঃ আলো সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী পালন
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন রূপক ঘোষ।নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী রবীন্দ্রনাথ ও নজরুলের কিছু দুষ্প্রাপ্য ছবির প্রদর্শনীর ব্যবস্থা করেছে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবনাথ।এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে রবীন্দ্র ভবনের দ্বিতলে।
উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, “প্রেস ক্লাবের সাংবাদিকগনের কাজ শুধু সংবাদ সংগ্রহ করাই নয় সমাজের সুস্থ্য সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা আছে।তার অঙ্গ হিসাবেই আজ আমরা বিদ্রোহী কবি নজরুল জন্মজয়ন্তী পালন করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584