বিভিন্ন আঙ্গিকে শহীদ ক্ষুদিরামের ‘আত্ম-বলিদান’ দিবস পালন মেদিনীপুরে

0
75

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম ‘আত্ম-বলিদান’ দিবস। হবিবপুর, ক্ষুদিরাম মোড়,আমতলা পার্ক সহ প্রায় সব স্থানে শ্রদ্ধা জানানো হল এই বীর শহিদকে।এদিন সকালে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড়ে মেদিনীপুর সংস্থার পক্ষ থেকে বিপ্লবী ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করাহয় ও তাঁর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয় ৷

death anniversary | newsfront.co
‘ আত্ম-বলিদান’ দিবস পালন ৷ নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন সংস্থার বর্ষীয়ান সদস্য অধ্যাপক মন্টুরাম দাস, রেক্টর নন্দদুলাল ভট্টাচার্য, সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় বাবু , সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা কোষাধ্যক্ষ অরূপ কুমার দাস, সহ-সম্পাদক অমিতাভ দাস, পরিচালন সমিতির সদস্য সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ সাউ, আজীবন সদস্য অম্বরীশ বেরা,সোনালী ঘাঁটা,ইন্দ্রদীপ সিনহা সহ একাধিক বিশিষ্টজনেরা।

আরও পড়ুনঃ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু মেদিনীপুরে

khudiram bose | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সকালে বঙ্গীয় সাক্ষরতা সমিতি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম বার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড়ে বীর বিপ্লবী ক্ষুদিরামের মূর্তিতে ও শহরের উপকন্ঠে আমতলা পার্কে অবস্থিত ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জীবনী আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।উপস্থিত ছিলেন তাপস সিনহা,প্রভাত ভট্টাচার্য,সুকুমার আচার্য নন্দদুলাল ভট্টাচার্য, বিপদতারণ ঘোষ, ডাঃ দেবব্রত চাটার্জী,পাপিয়া চৌধুরী, বাবুলাল শাসমল সহ অন্যান্য ব্যক্তি-বর্গ ।

আরও পড়ুনঃ ডিএসও-র উদ্যোগে ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবস পালন

prayers | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই -এর পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেদিনীপুর ডট্ ইনের পক্ষ থেকেও দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ করোনা আবহে ফিকে রাধামাধব মন্দিরের জন্মাষ্টমী পুজো

মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। মাল্যদান করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, পরিচালনা সমিতির সদস্য ইমদাদুল পাঠান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ।

এছাড়াও বিভিন্ন সংগঠন, বিদ্যালয়ের উদ্যোগেও এই মহান বীরের ‘ ‘আত্ম-বলিদান’ দিবস মর্যাদার সঙ্গে পালন করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here