নিজস্ব প্রতিবেদক,জাম্বনীঃ
জাম্বনী ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পরিবেশ দিবস। ব্লকের চিল্কিগড়ে কণক অরণ্য ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্লাস্টিক জনিত দূষণ রোধ এই বার্তাকে সামনে রেখে ও পরিবেশ সচেতনতা অন্যান্য বার্তা প্রচারের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। কণক অরণ্য ক্যাম্পাসে চারগাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান জাম্বনীর বিডিও মহম্মদ আলিম আনসারী , উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আর অর্জুন , অতিরিক্ত জেলা শাসকদ্বয় কৌশিক কুমার পাল ও টি বালাসুভ্রামনিয়ম মহকুমা শাসক নকুল চন্দ্র মাহাত, বিডিও মহঃ আলিম আনসারী, পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর কুমার ধল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনের কর্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশ বিষয়ক বিশেষ বক্তব্য রাখেন শিক্ষক সুভাষ জানা, পরিবেশ বিষয়ক কবিতা পাঠ করেন শিক্ষক দুর্গাপদ মাসন্ত, প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি সামাজিক পরিবেশ রক্ষার বার্তা দেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, গিধনী এলোকেশী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলীনা দাশগুপ্তর তত্ত্বাবধানে “কথাকৃতি” সংস্থা পরিবেশ বিষয়ক মনোজ্ঞ গীতিআলেখ্য উপস্থাপন করে।শেষ লগ্নে কণকদুর্গা মন্দির,কণক অরণ্য,, চিল্কিগড় ও জাম্বনীর বিভিন্ন পর্যটন স্থান গুলির উপর ব্লক প্রশাসন নির্মিত বিশেষ তথ্যচিত্র “কণক অরণ্য” প্রদর্শিত হয়।ব্লকশাসনের আমন্ত্রণে এদিনের অনুষ্ঠানে আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যাগণ।
কুইজ কেন্দ্রের পক্ষ থেকে পরিবেশ দিবসের উপহার হিসেবে জেলা শাসক আর অর্জুনের হাতে ও স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। বিডিও মহঃ আলিম আনসারী জানান, এদিনের কর্মসূচিতে দশটি চারাগাছ রোপণ করা হয়েছে এবং সারা বছর ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিশেষ সুরক্ষা মূলক কর্মকান্ড চালু থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584