নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
লাদাখে ভারত-চিন সীমান্তের সংঘর্ষের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে লেখা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারের তরফে নাকি একটি নির্দেশ জারি হয়েছে, যার দ্বারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর-কে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু চিনা অ্যাপের ব্যবহার যেন সীমিত করে দেওয়া হয়। দ্রুত ছড়িয়ে পড়ে এই পোস্ট।
বিষয়টি কেন্দ্রেরও নজরে আসে। তারপর পোস্টটি খতিয়ে দেখে পিআইবি। তারা জানায় ওই পোস্টটিতে সরকারি অর্ডারের যে কপি ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে রাহুল সমালোচনার প্রত্যুত্তরে কেন্দ্র জানাল ‘ভুল ব্যাখা’
ভারত সরকার কোনো চিনা অ্যাপ নিষিদ্ধ করছে না।গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোরকে এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। শনিবার এমনটাই জানিয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-র ফ্যাক্ট চেক টিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584