নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে করোনা সন্দেহে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুর পরে ওয়ার্ডে কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ উঠেছে রোগীর মায়ের বিরুদ্ধে।

হাসপাতাল সূত্রে খবর, রবিবার কুলটি থানার এলসি মোড়ের বাসিন্দা ২৭ বছরের সন্তোষী চৌধুরী আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা এগারোটার পরে তাঁর মৃত্যু হয়। এরপর চিকিৎসক ওয়ার্ডে এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্তোষীর মারা যাওয়ার খবর তাঁর পরিবারের লোককেই দিতে গিয়েছিলেন কর্তব্যরত নার্স।
আরও পড়ুনঃ সেফ হাউজে অব্যবস্থা,রায়গঞ্জে পথ অবরোধে আক্রান্তরা
অভিযোগ সেই সময় মৃতার মা কোনওভাবে কোভিড ওয়ার্ডে ঢুকে পড়েন। আচমকাই তিনি পিপিই পড়া নার্সের উপরে চড়াও হয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। কর্তব্যরত ওই নার্স বলেন, কিছু বোঝার আগে আচমকাই টানাটানি করে মারধর করতে শুরু করেন মৃতার মা।
সোমবার সকালে এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। এদিন দুপুর দু’টোর পর প্রায় ১০০ নার্স ঘটনার প্রতিবাদ, বহামলাকারীকে গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বাইরে বিক্ষোভ দেখান। যদিও বিক্ষোভকারী নার্সরা জানিয়েছেন, তাঁরা ডিউটি বন্ধ করবেন না। তবে দাবি পূরণ না হলে তাঁরা এভাবেই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুনঃ ফের অমানবিকতা! বেহালায় ১৫ ঘণ্টা পর করোনায় মৃতের দেহ সরাল প্রশাসন
সূত্রের খবর, এই ঘটনার পর থেকে নার্সের উপর হামলাকারী ওই রোগীর পরিবার পলাতক। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কোভিড ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা গোটা ঘটনা পুলিশকে জানিয়েছে। পুরো ব্যাপারটা জানানো হয়েছে সুপার ডক্টর নিখিল চন্দ্র দাসকে। তিনিই খবর দেন থানায়। হাসপাতালের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই প্রহৃত নার্স হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু করোনা ওয়ার্ডের ভিতর কীভাবে রোগীর মা ঢুকলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নার্সদের অভিযোগ কোভিড ওয়ার্ডের গেটে কোনও নিরাপত্তারক্ষী নেই। এই ঘটনার কথা বারবার সুপারকে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ জানিয়েছেন নার্স-স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584