চাষের ক্ষতিপূরণ ফর্ম তোলাকে ঘিরে বিশৃঙ্খলা, আহত -২

0
79

ভাস্কর ঘোষ, জঙ্গিপুর,  ৮ ডিসেম্বর :

শুক্রবার মুর্শিদাবাদের সুতি থানার সুতি -২ ব্লকে কৃষির ক্ষতিপূরণের ফর্ম তোলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হল। সেখানে ভিড়ের চাপে  অসুস্থ হয়ে পড়েন দু’জন। পরিস্থিতি সামাল ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার পুলিশ। ফর্ম বিলির শুরুতেই অশান্তি বাঁধে। তখন ফর্ম বিলি করা বন্ধ করে দেয় ব্লক কর্তৃপক্ষ। কিন্ত তাতে অশান্তি আরও বেড়ে ওঠে। পুলিশ দ্রুত সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে ফের ফর্ম বিলির কাজ শুরু হয়। ফর্ম তোলাকে কেন্দ্র করে চাষীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ছবি-সংগৃহীত

উল্লেখ্য, এপ্রিল-মে মাসে মুর্শিদাবাদ  জেলায় দু’দফাতে শিলা বৃষ্টি হয়। তখন ক্ষতির মুখে পড়েন চাষিরা। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করা হয়।
ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে সুতি ২ নম্বর ব্লকের ১২টি মৌজাকে বছা হয়েছিল। চাষিদের ক্ষতিপূরণ দিতে ওই এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়। সেখানে বলা হয়েছিল ব্যাঙ্কের পাসবই ও ক্ষতিগ্রস্থ জমির দলিল দেখিয়ে ফর্ম তুলতে হবে কৃষকদের। ওই ঘোষণা শুনে এদিন কয়েক হাজার কৃষক ফর্ম তুলতে ভিড় করেন সেখানে। ওই ভিড়ের চাপে ২ জন কৃষক অসুস্থ হয়ে পড়েন।
চাষিদের অভিযোগ, একটিমাত্র কাউন্টার খুলে ফর্ম দেওয়ায় এই বিশৃঙ্খলা তৈরি হয়। বারবার বলেতেও কাউন্টার বাড়ানো হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here