শ্যামল রায়,বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার সব থেকে বেশি দখল হয়েছে পূর্বস্থলী 2 নম্বর ব্লক কালনা জামালপুর মন্তেশ্বর মেমারি।
ভারতীয় জনতা পার্টি ও সিপিআইএম নেতাদের এই রকমটাই অভিযোগ। সোমবার ভোটের দিন বিজেপির কর্মীদের ধরপাকড় এবং জখম কর্মীদের দেখতে বিজেপির জেলা সম্পাদক কৃষ্ণ ঘোষ এসেছিলেন কালনায়। কালনা আদালতে ধৃত বিজেপি কর্মীদের দেখতে এসেছিলেন তিনি এবং তাদের সঙ্গে কথা বলেন। কৃষ্ণ ঘোষ বলেন যে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে বিজেপি কর্মীরা এবং স্থানীয় মানুষজন প্রতিবাদ করলে তাদের উপরে ব্যাপক মারধর করেছে এবং ভোটগ্রহণ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুড়েছে ব্যালট বাক্স এবং ছাপ্পা ভোট হয়েছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেকাতলা এবং মেরতলা নিমদহ অঞ্চলে। এদিন কৃষ্ণ ঘোষ সহ এক প্রতিনিধিদল সোমবার ভোটগ্রহণের সময় মারাত্মকভাবে জখম তাদের দলীয় কর্মী বাপী নস্করের বাড়িতে যান এবং কথা বলেন তার পরিবারের সাথে। শাষপুর স্কুল পাড়ায় বাপি নস্করের বাড়ি।
সিপিআইএমের কর্মী তথা স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা অভিযোগ করেছেন যে অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রে ব্যাপক পাপ করেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বহু ভোটারদেরকে বলা হয়েছে ভোট হয়ে গিয়েছে তারা নিরাশায় হয়ে বাড়ি ফিরেছে বলে এরকমটা অভিযোগ ভোটারদের।
পুলিশের দিকে অভিযোগ যে পুলিশ এবং সিভিক পুলিশ কোনো ভূমিকাই পালন করেনি এবারকার পঞ্চায়েত ভোটে। তাই বলা চলে এবারকার পঞ্চায়েত নির্বাচন ছাপ্পা ভোটের নির্বাচন হয়েছে।
নিমদহ গ্রাম পঞ্চায়েতের ৬৯ নম্বর বুথে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ব্যালট বাক্সেও কেউ আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও কালেকাতলা 1 নম্বর পঞ্চায়েত ১১৯ নম্বর বুথেও তৃণমূল দখল করে ব্যাপক ছাপ্পা ভোট করে নিয়েছে। দুই এলাকায় সাত থেকে আটটি ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়েছে।
শাহজাদপুরে নির্দল প্রার্থী সারাফত সেখ কে মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিরোধীদের অভিযোগ যে স্থানে ব্যালট বাক্স ঠিক থাকবে কিনা আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
যদিও সমস্ত স্ট্রং রুমে ব্যাপক পুলিশি পাহারা সশস্ত্র পুলিশ ধারী রয়েছে বলে জানা গিয়েছে।
শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই যে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন আমাদের কর্মীরা মারধর এবং বহু বাড়ি ভাংচুর করেছে বিরোধীরা। ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584