এবার শিশু ক্রীড়া উৎসব

0
92

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর:

গতকাল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে সাড়ম্বরে পালিত হল  শিশু ক্রীড়া উৎসব।এদিন ৩৫তম হরিশ্চন্দ্রপুর জোনাল শিশু ক্রীড়া উৎসব-২০১৭ অনুষ্ঠিত হল হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর ফুটবল মাঠে।জাতীয় পতাকা উত্তোলন করে শিশু ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু মহাশয়।

এরপর জোনাল পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলন করা হয়।অংশ গ্রহণ কারী প্রতিযোগীদের সমগ্র মাঠ পরিক্রমা করার পর শুরু হয় মূল অনুষ্ঠান।হাই জাম্প,লং জাম্প,একশো মিটার,দুইশো মিটার দৌড়,অংক দৌড়,বর্শা নিক্ষেপ,যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী কে পুরস্কৃত করা হয়।
উক্ত ক্রীড়া উৎসবে অংশ গ্রহণ করে কড়িয়ালি চক্র, তুলসিহাটা চক্র,হরিশ্চন্দ্রপুর চক্র এবং হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।
হরিশ্চন্দ্রপুর জোনাল শিশু ক্রীড়া উৎসব কমিটির সভাপতি তথা কড়িয়ালি চক্র-এর অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ মনিরুল ইসলাম জানান-শিশুদের মানসিক ও শারীরিক ভাবে সুগঠিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের আয়োজন করেছি।শিশুদের বৌদ্ধিক বিকাশের জন্য এই ক্রীড়া উৎসব কার্যকরি ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
ডিপিএসসি চেয়ারম্যান আশিস কুন্ডু বলেন-জেলায় ৩১টি সার্কেলে খবু সুষ্ঠুভাবে ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে।তারপরে জেলার ৭টি জোনে জোনাল শিশু ক্রীড়া উৎসব সংঘটিত হচ্ছে।আগামী ৪ও৫ই ডিসেম্বর বৃন্দাবনী ময়দানে জেলা ক্রীড়া উৎসব সংঘটিত হবে বলে তিনি জানান।প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম কোন ডিপিএসসি চেয়ারম্যান জেলার ৩১টি সার্কেলের ক্রীড়া উৎসবে উপস্থিত ছিলেন।এই ক্রীড়া উৎসব থেকেই তিনি শিক্ষক দের বার্তা দেন -বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাংলার শিক্ষার মানোন্নয়নের জন্য দিবারাত্রি পরিশ্রম করছেন।শিক্ষকরা সেই পথ অনুসরণ করে মালদার শিশুদের সুনাগরিক তৈরি করতে সারাদিনে মাত্র পাঁচ ঘন্টা পরিশ্রম করবেন এটাই স্বাভাবিক।তাই তিনি সমস্ত শিক্ষক-শিক্ষিকার কাছে বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত স্কুলে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কমিটির সদস্য মুকেশ সাহা,জোনাল শিশু ক্রীড়া উৎসব কমিটির সম্পাদক শ্যামল কুমার মন্ডল,তুলসিহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাসুদ করিম আনসারি,হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল,হরিশ্চন্দ্রপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।৩৫তম হরিশ্চন্দ্রপুর জোনাল শিশু ক্রীড়া উৎসব-২০১৭ এর আয়োজনের দায়িত্ব ছিল কড়িয়ালি চক্রের উপর।সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জোনাল শিশু ক্রীড়া উৎসব সম্পন্ন করেছে আয়োজক কড়িয়ালি চক্র বলে জানা গেছে।
সেই সঙ্গে এদিন চাঁচল জোনাল শিশু ক্রীড়া উৎসবও অনুষ্ঠিত হয় চাঁচল-২ব্লকের মালতীপুরের ফুটবল মাঠে।মশাল প্রজ্বলন করে ক্রীড়া উৎসবের সূচনা করেন ডিপিএসসি চেয়ারম্যান আশিস কুন্ডু।উপস্থিত ছিলেন চাঁচল-২ব্লকের বিডিও সইপা লামা,চাঁচল-২ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সহ অন্যান্য বহু বিশিষ্ট জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here