ইকো ফ্রেণ্ডলি ইট বানাতে হাত লাগিয়েছে ক্ষুদে পড়ুয়ারা

0
28

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

রাস্তার জঞ্জালে পড়ে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে ইকো ফ্রেণ্ডলি ইট। এভাবেই প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার ডাক দিয়েছে কুলিক তীরের পড়ুয়ারা। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খালি প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য ইত্যাদি দিয়ে পরিবেশবান্ধব ইট তৈরিতে মন দিয়েছে খুদে শিশুরা। রাস্তাঘাটে পরে থাকা প্লাস্টিকজাত বর্জ্য কুড়িয়ে কাঁচামালের জোগাড় করছে ওই শিশুরা।

eco friendly bricks | newsfront.co
নিজস্ব চিত্র

কুলিক নদীর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই শিশুদের বাড়ি। ওদের বাবারা কেউ ভ্যান, কেউ রিক্সা চালান, কেউ আবার দোকানের কর্মচারী। মায়েরা সবাই পরিচারিকা। এই গরিব পরিবারের শিশুরাই চাইছে, সমাজকে প্লাস্টিক মুক্ত করতে।

আরও পড়ুনঃ করোনা রুখতে সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরী হল আইসোলেশন ওয়ার্ড

সোমা, সুরজ, রাণীরা জানিয়েছে, স্কুলে যাতায়াতের সময় প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট, ক্যারিব্যাগ ইত্যাদি যা পাওয়া যায় সব রাস্তা থেকে কুড়িয়ে আনে তারা ৷ তাদের অভিভাবকরাও এই কাজে সাহায্য করেন।

এছাড়াও এলাকার দোকানদারদের থেকেও ফাঁকা জলের বোতল সহ অন্যান্য প্লাস্টিকের বর্জ্য তারা জোগাড় করে বাড়িতে নিয়ে আসে৷ এরপরেই প্লাস্টিকের বোতলের মধ্যে ক্যারিব্যাগ, প্যাকেট ইত্যাদি দিয়ে সিলপ্যাক করে ইকোফ্রেণ্ডলি ইট বানাচ্ছে ওই শিশুরা৷

স্কুলে পড়াশুনা করার পাশাপাশি ওদের জন্য ফ্রি কোচিং সেন্টার চালু করেছে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা “মুক্তির কান্ডারী”। ওই বস্তির মধ্যেই একটি ফাঁকা জায়গায় ওদের পড়ান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য বলেন, “মাথার উপরে শুধু একটি টিনের চাল রয়েছে।

বাকি পুরো জায়গাটাই খোলা অবস্থায় রয়েছে। অল্প খরচে কোচিং সেন্টারের ঘর তৈরি করার জন্য প্লাস্টিকগুলো দিয়ে ইকো ফ্রেণ্ডলি ইট তৈরি করা হচ্ছে। যার ফলে পরিবেশকেও কিছুটা হলেও দূষন মুক্ত রাখা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here