মেদিনীপুর ও কাঁথিতে উৎসব পরবর্তী সাফাই অভিযান

0
95

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে বিগত কয়েকবছরের মতো এবছরও শারোদৎসব পরবর্তী সাফাই অভিযান শুরু হলো মঙ্গলবার। এদিন বিকেলে রাঙ্গামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায় মেদিনীপুরের রাঙ্গামাটি দুর্গা মন্ডপের মাঠে আজ সাফাই অভিযান চালানো হয় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।এই সাফাই অভিযানে কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা যেমন উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন পূজা কমিটির কিছু কর্মকর্তা।পাশাপাশি কুইজ কেন্দ্রের এই কাজে যুক্ত হয়েছিলেন কুইজ কেন্দ্র পরিবারের শিশুরা।যোগ দিয়েছিলেন কুইজ কেন্দ্রের বেশ কিছু শুভানুধ্যায়ী।কুইজ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় উৎসব পরবর্তী দূষণ রোধে শুধুমাত্র রাঙ্গামাটি নয় দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বেশকিছু মণ্ডপে সোসাইটির উদ্যোগে সাফাই অভিযান চালানো হবে।এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের জনা পঁচিশেক সদস‍্যের এক স্বেচ্ছাসেবক বাহিনী অংশ নেয়।

চলছে সাফাই অভিযান। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী ,পশ্চিম মেদিনীপুর শাখার সম্পাদক চঞ্চল হাজরা,বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা ড.স্বপ্না ঘোড়ুই,মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া,প্রধান শিক্ষক স্নেহাশীষ চৌধুরী,দুর্গাপদ মাসান্ত,ছিলেন পূজা কমিটির কার্যকরী সভাপতি সুশান্ত ঘোষ,সম্পাদক রণবেশ সাহা,সহ সম্পাদক নন্দ দে প্রমুখ।কুইজ কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন নয়াগ্রাম হাইস্কুলের শিক্ষিকা পল্লবী জানা ও মৌপাল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক পরিমল মাহাত। এছাড়াও কুইজ কেন্দ্রের তরফে হাজির ছিলেন শবরী বসু,প্রিয়াঙ্কা মাইতি,মণিকাঞ্চন রায়,সুভাষ জানা,সুদীপ কুমার খাঁড়া, সৌনক সাহূ,নরসিংহ দাস,অরুণাংশু শেখর পড়িয়া প্রমুখ।অন‍্যদিকে মঙ্গলবারই কাঁথি শহরের নান্দনিক সহ মোট চারটি পূজা মন্ডপে সাফাই অভিযান চালানো হয় কুইজ কেন্দ্রের পক্ষ থেকে।কাঁথির কর্মসূচিতে নেতৃত্বদেন শংকর আচার্য্য,সোমনাথ ঘোড়াই,পল্লব দাস ,বিশ্বজিৎ পাত্র, সায়ন দাস, সুমন ভূঞ‍্যা, মৌমিতা মিশ্র ,নীলিমা ভূঞ‍্যা প্রমূখ।

আরও পড়ুনঃ চাল ও খড়ি মাটি ছেড়ে পুজোতে প্লাস্টিকের আল্পনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here