শিবশঙ্কর চট্টোপাধ্যায়,দঃ দিনাজপুরঃ
প্রতিমা নিরঞ্জন সমাপ্ত হতেই বালুরঘাটের আত্রেয়ী কলোনী এলাকার নদীঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে দুর্গা প্রতিমা এবং প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু করে দিল জেলা প্রশাসন।
শুক্রবার দশমীর দিন বেলা বাড়তেই বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনী এলাকার নদী ঘাটে শুরু দুর্গা প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে যায়। নিরঞ্জন পর্বের শুরুর দিকে আত্রেয়ী কলোনী এলাকার নদীঘাটে শহরের বিভিন্ন বাড়ীর প্রতিমাগুলির নিরঞ্জনের জন্য ভীড় বাড়তে শুরু করে। এরপর বেলা বাড়তেই শহরের বিভিন্ন ক্লাব এবং পূজা কমিটি গুলি শোভাযাত্রা সহ প্রতিমা নিয়ে আত্রেয়ী কলোনীর নদীঘাটে উপস্থিত হয় প্রতিমা নিরঞ্জনের জন্য।পাশাপাশি প্রতিমা নিরঞ্জন দেখতে বালুরঘাটের আত্রেয়ী নদীঘাট এলাকায় ভীড় জমান প্রচুর সাধারণ মানুষ।প্রতিমা নিরঞ্জন যাতে সুষ্ঠভাবে হয় সেই কারনে বালুরঘাট পৌরসভা এবং জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল আত্রেয়ী নদী ঘাট এলাকায়। আত্রেয়ী নদীঘাট এলাকায় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সহায়তা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সহ অন্যান্য অস্থায়ী পরিষেবা কেন্দ্রগুলিও খোলা হয়েছিল প্রতিমা নিরঞ্জন দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার্থে। শুক্রবার বালুরঘাটে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া তদারকি করতে বালুরঘাটের আত্রেয়ী ঘাটে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আরক্ষাধিক্ষক প্রসূন ব্যানার্জী,বালুরঘাট মহকুমার মহকুমাশাসক ঈশা মুখ্যার্জী,বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ রাজেন শীল,বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য ব্রতময় সরকার।আত্রেয়ী নদী বক্ষে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যেকোন দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত ছিল এন.ডি.আর.এফ-এর উদ্ধারকারী দল। প্রশাসনিক কড়া নিরাপত্তায় নির্বিঘ্নেই অনেক রাত পর্জ্যন্ত চলে বালুরঘাটের আত্রেয়ী নদীঘাটে চলে প্রতিমা নিরঞ্জন। শুক্রবার বালুরঘাট শহরের অধিকাংশ দুর্গা প্রতিমাগুলি নিরঞ্জনের পর শনিবার সকাল থেকেই আত্রেয়ী নদী বক্ষ থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। নদীবক্ষ থেকে কাঠামো সরানোর জন্য প্রশাসনিক উদ্যোগকে বাস্তবায়িত করতে আত্রেয়ী কলোনী এলাকার বাসিন্দারাও কাঠামো সরানোর কাজে হাত লাগিয়েছে। সেই সঙ্গে নদী তটে পূজার আনুষাঙ্গিক সামগ্রীগুলিকেও ভূগর্ভস্থ করা হয়। পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন প্রশাসনিক তৎপরতা রয়েছে তবে আশা করছি প্রশাসন আরও বেশী তৎপর হবে প্রতিমার কাঠামোগুলিকে জল থেকে তুলে নেবে প্রশাসন।বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ রাজেন শীল জানিয়েছেন আগামী ৩-৪ দিনের মধ্যেই আত্রেয়ী নদী থেকে নিরঞ্জিত প্রতিমার কাঠামো সরানোর কাজ সমাপ্ত হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584