নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়াঃ
‘জঙ্গল মহল’ শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব, ২০১০ সাল পর্যন্ত যেখানে মাওবাদী বোমার হানায় , উড়ে যেত প্রশাসনিক দপ্তর, ঝরে যেতো কত প্রাণ, ১৫ ই জুলাই সেই জঙ্গল মহলেই উপস্থিত হয়েছিলো নবদিগন্ত নামে এক সমাজসেবী সংগঠন কিছু সমাজ কল্যাণ মূলক কাজের তাগিদে। বাঁকুড়া জেলায় রানীবাঁধ থানার একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম খাতাম বেছে নেয় তারা।
তাদের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও জামাকাপড় বিতরণ করা হয়।মেডিকেল ক্যাম্পে প্রেসার, সুগার, ওজন মাপা হয়, সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, প্রায় ২০০ জনের। পাশাপাশি চলতে থাকে বস্ত্র বিতরণ, উপচে পড়ে মানুষের ভিড়, একে একে তারা বেছে নেয় নিজের পছন্দ মত নতুন পোষাক।স্থানীয় সংস্থা ‘সংকল্প’ এর সাহায্যে নবদিগন্তের এই উদ্যোগ।নবদিগন্তের পক্ষ থেকে জানানো হয় এমন স্থানীয় সাহায্য পেলে ভবিষ্যতে আরো কাজ এই এলাকায় করতে পারবে, স্থানীয় মানুষ ও সংকল্প কে ধন্যবাদ জানান নব দিগন্ত এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584