মমতা এনআরসির মানেই জানে না দাবি মুকুলের

0
60

পিয়ালী দাস, বীরভূমঃ

দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বীরভূমের নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই এরপর এই বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে বিস্তর চাপানউতোর শুরু হয় শাসক এবং বিরোধী দল বিজেপির মধ্যে অবশেষে মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে সৎকার্য করে স্বরূপ গড়াইয়ের স্ত্রী চায়না গড়াই কিন্তু বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল অভিযোগ করেন বীরভূম জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের নেতৃত্বে দুষ্কৃতীরা গুলি চালিয়ে হত্যা করেছে বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে, এরপর বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে গত পাঁচ দিন ধরে ধরনা মঞ্চ করে বিজেপি সেই মঞ্চের কর্মীদের উজ্জীবিত করতে একের পর এক রাজ্য বিজেপি নেতারা এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শনিবার বীরভূম জেলা পুলিশের নেতৃত্বে সেই ধরনের ১৪৪ ধারা জারি আছে বলে উঠিয়ে দেয় গ্রেপ্তার করা হয় বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডলকে পরে গভীর রাতে জামিনে ছেড়ে দেওয়া হয় রবিবার বীরভূম জেলায় আসেন বিজেপি নেতা মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে অশিক্ষিত মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

Mukul Roy | newsfront.co
নিহত কর্মীর বাড়িতে মুকুল। নিজস্ব চিত্র

শনিবার নানুরে সাংবাদিকদের এনআরসি বিষয়ে প্রশ্নে এভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তাঁর দাবি দিদি এনআরসির মানেই জানেন না। তাই এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাঁর দল। এখানেই থেমে থাকেননি তৃণমূলের একসময়ের চাণক্য। বীরভূম জেলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করে তিনি বলেন বাংলা যখন পুড়ছে তখন মমতাদি ছবি আঁকছেন, গান লিখছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা ভেঙে পড়ার জন্য জেলা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে ছাড়েননি তিনি।

আরও পড়ুনঃ এনআরসি-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল দাঁতনে

প্রসঙ্গত এদিন নানুরের রামকৃষ্ণপুরে মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়। সেখানে মৃতের পরিবারের সঙ্গে প্রায় একঘণ্টা কথা বলেন তিনি। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাদের হাতে লক্ষাধিক টাকার চেক তুলে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here