নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুরের প্রশাসনিক বৈঠক সেরে ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন তিনি। আগামী বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
তবে করোনা আবহে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসায় এবারে প্রশাসনিক বৈঠক সম্পূর্ণ আলাদা রকমের হতে চলেছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়া ওই বৈঠকে বাছাই করা রাজ্যের কয়েকজন সচিব ও জেলার পুলিস-প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন।
এছাড়াও ঝাড়গ্রাম জেলার তিন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের দুই মেন্টর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, পুরসভার দু’জন প্রশাসনিক সদস্য সহ আরও তিনজন ব্যক্তি ও জেলার আট বিডিও উপস্থিত থাকবেন। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিংয়ে মোট ৫৭ জন উপস্থিত থাকবেন।
এছাড়াও ঝাড়গ্রামের জেলাশাসক কার্যালয়ে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে জেলা প্রশাসনের আধিকারিকরা এবং পুলিস লাইনের সভাগৃহে এসডিপিও, ডিএসপি, আইসি-ওসিরা উপস্থিত থাকবেন। সোমবার ঝাড়গ্রামের স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিংয়ের জন্য মঞ্চ তৈরীর কাজ চলছে দ্রুততার সাথে।
আরও পড়ুনঃ বালুরঘাটে হয়রানির প্রতিবাদে অটোচালকদের ডেপুটেশন
সোমবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মুখ্য উপদেষ্টা বিবেক সহায়,এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ,জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর সহ অনান্য পুলিশের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584