মনিরুল হক,কোচবিহারঃ
টানা বর্ষণে বিপর্যস্ত কোচবিহার। দুর্গতদের পাশে দাঁড়াতে মাঠে নামল সিপিএম। এবারে কোচবিহারের জলবন্দি বিভিন্ন এলাকা ও বাঁধগুলি পরিদর্শন করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
মঙ্গলবার সকালে কোচবিহার শহরের ১৮ নং ওয়ার্ডের তোর্ষা নদীর বাঁধ এলাকায় যান। গত পাঁচ দিনের টানা বর্ষণে ফুলে ওঠেছে তোর্ষা। আর এর ফলে সৃষ্টি হয়েছে ভাঙ্গন পরিস্থিতি।
আরও পড়ুনঃ বন্যার ভ্রূকুটি,নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা
শহরের রানিবাগান সংলগ্ন ফাসিরঘাট এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন পরিস্থিতি। আর এর ফলেই নদী তীরবর্তী এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ। ভেঙ্গে পড়েছে তাদের বাড়িঘর, গাছপালা। এই অসহায় মানুষদের সাথে দেখা করে কথা বলেন সুজনবাবু।
পাশাপাশি তাদের সবরকম সাহায্যেও আশ্বাস দেন।
এছাড়াও সোমবার তিনি মেখলি গঞ্জ এলাকার তিস্তা বাঁধ পরিদর্শন করেন।
এদিন তিনি বলেন, রাজ্য সরকারের মন্ত্রীরা উত্তরবঙ্গের এই দুর্যোগকে তেমনভাবে গুরুত্ব দিচ্ছেন না সার্কিট হাউসে বসে দুর্যোগ তেমন হয়নি বলে যাচ্ছেন। অপরিকল্পিতভাবে তোর্ষায় বাঁধ নির্মানের ফলে দুর্যোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষদের। ক্ষতিগ্রস্থ মানুষদের বিকল্প ব্যবস্থার দাবি করেন তিনি।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন,এই সরকার কাটমানি ছাড়া কোনো কাজ বোঝে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584