নিউজডেস্কঃ
হিন্দুত্বর মাধ্যমে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে সামিল দেশের তাবড় মিডিয়া সংস্থাগুলো
কোবরাপোস্টের মাধ্যমে যেসব সংবাদ সংস্থাগুলো হাতে নাতে ধরা পড়েছে তাদের মধ্যে রয়েছে ইন্ডিয়া টুডে, স্টার ইন্ডিয়া, জি নিউজ, টাইমস গ্রুপ, দৈনিক জাগরণ, হিন্দুস্থান টাইমস। এছাড়াও রয়েছে পেটিএম, বিগ 92.7 এফ এম, রেড এফ এম প্রভৃতি।
স্টিং অপেরাশন এর কথোপকথন থেকে উঠে এসেছে ভারতবাসীকে ধর্মীয় উন্মাদনায় এমনভাবে ঠেলে দিতে হবে যেন তা থেকে আর এস এস -বিজেপির মতো দলগুলো ভোটের ক্ষেত্রে ফায়দা তুলতে পারে। যেমন ইন্ডিয়া টুডে গ্রুপের সাথে কথাবার্তায় আন্ডার কভার সাংবাদিক পুষ্প শর্মা যখন বলেন, সংবাদ প্রকাশনের মাধ্যমে কিছু রাজনৈতিক কর্মসূচি নামিয়ে সমাজে ধর্মীয় বিভাজনের আবহাওয়া তৈরি করবেন সে ক্ষেত্রে ইন্ডিয়া টুডে গ্রুপের কাল্লি পুরী বলেন তারা হিন্দুত্বর বিষয়বস্তুগুলি অভ্যন্তরীণ ভাবে তৈরি করবেন ও প্রচার করে যাবেন তাদের সংবাদের মাধ্যমে। টিমের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ভিনিত জৈন বলেন তারা নিজেদের ‘নিরপেক্ষ’ ভাবমূর্তি বজায় রেখে ‘হিন্দুত্বের প্রচার করবেন। জী মিডিয়া গ্রুপের রিজিওনাল চ্যানেলগুলোর সিইও পুরুষোত্তম বৈষ্ণব যেমন খোলাখুলি বলছেন তারা আগে থেকেই হিন্দুত্ব কে প্রচার করে আসছেন।
পেটিএম এর বিরুদ্ধে করা স্টিং অপেরাশন এ খুব স্পষ্টভাবেই সামনে এসেছে আর এস এস এবং প্রধানমন্ত্রীর দপ্তরের যোগসাজশে দেশের নাগরিকদের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি। পেটিএম এর অজয় শেখর শর্মা কোবরাপোস্টের আন্ডারকভার সাংবাদিককে বলেছেন, “আমরা কি কি যে করছি, তা আর কি বলবো। এমন কিছু আছে যেগুলো আপনাকেও বলা যাবে না। মানে সংঘ আমাদের এমন কিছু কাজ করিয়ে যা আপনাকেও বলতে পারবো না।” পরে অজয় স্টিং অপেরাশনের মধ্যেই বলেন প্রধামন্ত্রী দফতর থেকে ইউজারদের তথ্য চেয়ে পাঠিয়েছিল।
স্টিং অপেরাশন এর পরে বিভিন্ন সংবাদপত্রে মধ্যে হৈচৈ পরে গেছে। কেউ কেউ সম্পাদকীয়র সাথে ব্যবসায়ী ক্ষেত্রকে আলাদা করার বয়ান দিয়েছে। জি এর মত কিছু সংবাদ সংস্থা আরো একধাপ এগিয়ে ‘জাতীয়তাবাদী সংবাদপত্রের ওপর হামলা’ শিরোনামে বিভিন্ন পোস্ট ইন্টারনেটে ছাড়তে লেগেছে। অন্যদিকে দৈনিক ভাস্করের মতো সংবাদপত্র সোজা আদালতে গেছে তাদের নিয়ে করা স্টিং অপেরাশনের ওপর স্টে অর্ডার দেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584