মনিরুল হক,কোচবিহারঃ
প্রাণের প্রিয় মোহনকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রতীক তৈরি করা হল।নির্বাচন ঘোষণার পরই কোচবিহারের জেলাশাসকের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক কৌশিক সাহা ঘোষণা করেন এই নির্বাচনে এই কেন্দ্রের ট্যাগ লাইন ‘নিজের ভোট, নিজে দিন’। মাসকট তৈরি করা হয়েছে মোহনকে।
রাজ ঐতিহ্যের কোচবিহার এখানকার শৈব আরাধনার অন্যতম স্থান বানেশ্বর। দেবত্র ট্রাস্ট বোর্ড পরিচালিত মন্দির রয়েছে এখানে রয়েছে দিঘীও আর এই দিঘীতেই বাস জলজ প্রাণী কচ্ছপের।
আরও পড়ুনঃ লোকসভা নির্বাচন শুরু ১১ ই এপ্রিলঃবাংলা,বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায়
এই কচ্ছপই মোহন নামে পরিচিত। ভক্তবৃন্দের প্রতিষ্ঠিত বিশ্বাস মন্দিরে পুজো দিয়ে এই কচ্ছপদের খাওয়ালে পুর্ণাজন হয়। একসময় মোহন অবহেলার শিকার হলেও এই কচ্ছপ কূলকেই এবারের নির্বাচনে মাসকট করে এগোতে চাইছে জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584