‘শিক্ষক দিবস’ -এর দিনেই প্রতীকী অনশনে কলেজের শিক্ষক-শিক্ষিকারা

0
40

মনিরুল হক, কোচবিহারঃ

teacher | newsfront.co
নিজস্ব চিত্র

শিক্ষক দিবসের অনুষ্ঠানকে ব্রাত্য রেখে, শিক্ষক দিবসের দিনেই অনশন আন্দোলন শুরু করলেন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক দিবসের দিনেই প্রতীকী অনশনে বসলেন কোচবিহার বি টি অ্যান্ড ইভিনিং কলেজের ২১ জন চুক্তিভিত্তিক, আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা।

teachers | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার সকাল থেকে নিজেদের দাবিকে সামনে রেখে এই ২১ জন শিক্ষক-শিক্ষিকা কলেজ ক্যাম্পাসে প্রতীকী অনশনে বসেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কলেজে ক্যাজুয়াল, অতিথি শিক্ষকদের নতুন নিয়মের আওতায় নিয়ে আসলেও, শুধুমাত্র কোচবিহার বি টি অ্যান্ড ইভিনিং কলেজের এই ২১ জন শিক্ষক শিক্ষিকাকে নতুন নিয়মের আওতায় ভুক্ত করা হয়নি।

আরও পড়ুনঃ রামজীবনপুর পুরসভায় মাসিক বেতন সহ একাধিক দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

college teacher | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পঞ্চায়েত অফিসে বোমাবাজির অভিযোগে গ্রেফতার ৬

এই বিষয়ে কলেজ প্রিন্সিপালকে এর আগে ঘেরাও করে বিক্ষোভ দেখালেও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন তুলে নেওয়া হয়। কিন্তু সেই আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও, তাদের সমস্যার সমাধান হয়নি। এই কারণে শিক্ষক দিবসের দিনে প্রতীকী অনশনে তারা সামিল হয়েছেন বলে জানিয়েছেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে অনশনে বসার হুমকি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here