মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার আগমনে ম্লান হয়েছে মানুষের মুখের চওড়া হাসি। ক্রমশ অবসাদ গ্রাস করছে প্রত্যেককে। এহেন পরিস্থিতির মধ্যেই একটুকরো আনন্দ দিয়ে দর্শকের মুখে হাসি ফোটাতে ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির ‘জয়জিতের ঠেক’।
বাংলায় এই প্রথম কোনও কমেডি শো এল ডিজিটালে। এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এই শোয়ের প্রথম পর্ব, যা ইতিমধ্যেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শুধুমাত্র কমেডি শো-ই নয়, পরে টলিপাড়ার আরও খবর এবং বাংলা বিনোদন জগতের নানান শো নিয়ে টলিস্টোরি দর্শকের সামনে হাজির হবে বলে নিউজফ্রন্টকে জানান জয়জিৎ।
আরও পড়ুনঃ পথশিশুদের সাহায্যার্থে ‘আলোয় ফেরার গান’
আর সেইসমস্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেতা স্বয়ং। শীঘ্রই মুক্তি পাবে মানস বসু পরিচালিত ছবি ‘ছবিয়াল’। সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাশাপাশি একটি অন্যতম চরিত্রে দেখা যাবে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584