ডুয়ার্সে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

0
81

আলিপুরদুয়ার, ২২ ডিসেম্বর :

পূর্ণবয়স্ক চিতা বাঘের দেহ উদ্ধার হল নর্থ রায়ডাক রেঞ্জের কার্তিকার জঙ্গল লাগোয়া চা বাগানের নালা থেকে । শুক্রবার বিকেলের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের ভারত-ভুটান সীমান্তের প্রত্যন্ত রহিমাবাদ চা বাগানে । বহু উৎসুক মানুষ চিতা বাঘ দেখতে ভীড় জমান ঘটনাস্থলে ।

সেই দেহ

‌জানা গিয়েছে, চা বাগানের নালায় একটি চিতা বাঘকে শুয়ে থাকতে দেখে প্রথম দিকে রীতিমতো ঘাবড়ে যান শ্রমিকরা । দূর থেকে বেশকিছু সময় ধরে নজর রাখার পর সেটিকে একই জায়গায় স্থিরভাবে থাকতে দেখে কয়েকজন শ্রমিক পাথর ছুড়ে মারলেও চিতাটি আগের মতই পড়ে থাকায় তাদের সন্দেহ হয় । সাহস করে চিতা বাঘটির কাছে এগিয়ে যান তারা । সেটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চা শ্রমিকরাই বনকর্মীদের খবর দেন । পরে বনকর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান । ততক্ষনে সন্ধ্যা নেমে আসায় চিতা বাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বন দপ্তরের রাজাভাতখাওয়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

‌এব্যাপারে বন কর্তারা জানিয়েছেন, বয়সের ভারে চিতাটি শিকার করতে পারছিল না । ফলে খাদ্যের অভাবে মৃত্যু হতে পারে বলেই অনুমান তাদের । কারণ হিসেবে জানিয়েছেন, এদিন চিতা বাঘটির ময়নাতদন্তের সময় পাকস্থালীতে কোনোরকম খাবার মেলেনি । তাই বনকর্তারা একপ্রকার নিশ্চিত আনুমানিক ১৬ বছরের পূর্ণবয়স্ক চিতা বাঘটির স্বাভাবিক মৃত্যুই হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here