মনিরুল হক, কোচবিহারঃ
৬০ বছর পর্যন্ত চাকুরির স্থায়ীকরণ এবং সাম্মানিক প্রদানের দাবিতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার কোচবিহার জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন ওই সংগঠনের সদস্যরা।
এদিন ওই সংগঠনের পক্ষ থেকে, অবিলম্বে ৬০ বছর পর্যন্ত চাকুরির স্থায়ীকরণ, সাম্মানিক প্রদান এবং কাজে পুনর্বহালের দাবিতে এই আন্দোলন কর্মসূচি বলে জানান তারা।
আরও পড়ুনঃ গড়বেতায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও বাড়েনি বেতন৷ বর্ধিত বেতন না পেয়ে এবার পুজোর মুখে বড় আন্দোলন কর্মসূচিতে নামছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বর্ধিত বেতনের দাবিতে জেলায় জেলায় বিভিন্ন আধিকারীক ভবন ঘেরাও কর্মসূচিতে নামছেন ওই শিক্ষকদের একাংশ৷
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের ঘেরাও করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ
এপ্রসঙ্গে কম্পিউটার শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, যে গত ১৪ আগস্ট আইসিটি কম্পিউটার শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে৷
সেখানে কম্পিউটার শিক্ষকদের মাসিক বেতন ১০ হাজার টাকা করার কথা বলা হলেও সেই নির্দেশ কার্যকর হচ্ছে না৷ আর তারই প্রতিবাদে গত সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ সেই বার্তাকে সামনে রেখে বুধবার কোচবিহার জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584