আক্রান্ত কংগ্রেস বিধায়ক, রাস্তা অবরোধ

0
165

নিজস্ব সংবাদদাতা,ডোমকলঃমঙ্গলবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিতে তৃণমূলের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন রানিনগের কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। ঘটনার প্রতিবাদে এদিন বহরমপুর – ডোমকল রাজ্যসড়ক অবরোধ করে কংগ্রেসের কর্মী – সমর্থকেরা। প্রায় ঘন্টাখানেক পরে পুলিশ এসে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কংগ্রেসের কর্মী – সমর্থকরা। এদিন আফতাব হোসেনের নেতৃত্বে তৃনমূলের দুষ্কৃতিরা ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। 

কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা আনুয়ায়ী মঙ্গলবার সকালে ইসলামপুর বিডিও অফিসে দলীয় লোকেদের সঙ্গে করে নমিনেশন করাতে যান রানিনগরের কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম। কিন্তু নির্বাচন কমিশনের মঙ্গলবার সকালের নোটিফিকেশনে সেই অর্ডার বাতিল করা হয়। ফলে ফিরোজা বেগম তাঁর লোকেদেরকে সঙ্গে নিয়ে দুপুর ১২ নাগাদ বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন। রানিনগর থেকে বহরমপুর যাওয়ার পথে ডোমকল – বহরমপুর রাজ্য সড়কে ইসলামপুর ভৈরব নদীর ব্রিজের ওপরে তাঁর গাড়ি আটকে তাঁকে তৃনমূলের দুষ্কৃতিরা আক্রমন করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে পারলেও ওই রাজ্য সড়কের চৌদ্দ মাইল মোড়ের কাছে তৃনমূলের দুস্কৃতিরা বিধায়কের গাড়িতে ভাঙচুর করে। এমনকি বিধায়ক ফিরোজা বেগমকে আক্রমনের চেষ্টা করে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিধায়ক তাঁর অনুগামীদের নিয়ে ডোমকল – বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করেন। প্রায় ঘ্নটাখানেক পরে পুলিশ এসে ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন।
ফিরাওজা বেগম বলেন, রাজ্যে গনতন্ত্র বিপন্ন। শাসকদল সমস্থ জায়গাতে বিরোধীদের নমিনেশন জমা দিতে দেয়নি। ওদের কথা না শুনলে বিরোধীদের মারধোর করছে।প্রশাসন জানিয়েও কোন লাভ হচ্ছে না। আজকে আমি দলীয় লোকেদের সঙ্গে নিয়ে ইসলামপুর বিডিও অফিসে নমিনেশন জমা দিতে যায়। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করে তার নির্দেশিকা বারিল করে দেয়। ফলে আমরা ফিরে আসি। তখন আমার গাড়ি ভাঙচুর করে এমনকি আমাকে আক্রমন করার চেষ্টাও করে তৃনমূলের দুস্কৃতিরা। আমরা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করি। পুলিশ এসে ব্যাবস্থা নেওয়া আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিয়।
ঘটনার কথা অশ্বীকার করে শাসকদল।
জেলা তৃনমূলের মুখপাত্র অশোক দাস বলেন, কংগ্রেসের এই জেলায় কোন অস্তিত্বই নেই। তাই প্রচারের আলোয় আসার জন্য এইরকম নাটক করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here