বহরমপুর পৌরসভা এলাকায় এবার দেওয়াল লিখনে বাধা কংগ্রেস কর্মীদের, ঘটনাস্থলে অধীর চৌধুরী

0
94

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

বহরমপুরের ২৭ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে বাধা কংগ্রেস কর্মীদের, ঘটনাস্থলে গিয়ে নিজের হাতে তুলি নিয়ে দেওয়াল লিখলেন অধীর রঞ্জন চৌধুরী।

Wall writing
দেওয়াল লিখলেন অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

বহরমপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার কংগ্রেস প্রার্থী রণজিৎ সিংহ এর সমর্থনে দেওয়াল লিখনের সময় বেশকিছু দুষ্কৃতী এসে দেওয়াল লিখনে বাধা ও দেওয়াল লিখন মুছে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন সংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Choudhury
ঘটনাস্থলে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

ঘটনাস্থলে পৌঁছে অধীর রঞ্জন চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী প্রশাসন ও মিডিয়াকে জানানোর পরেও গোটা বহরমপুর শহর জুড়ে ছোটলোকের রাজনীতি চলছে। এ বিষয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত গুজরাতের সংস্থা এবিজি শিপইয়ার্ড

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here