নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেলেঘাই নদীতে ভেঙে পড়লো কাঠের সেতু।দুই মেদিনীপুর জেলার ১২/১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক মৌজার মানুষ এখন যোগাযোগে বিছিন্ন।প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় ৬/৭ হাজার মানুষ যাতায়াত করতেন।

গত মঙ্গলবার হঠাৎই এমন শক্ত পোক্ত সেতুটি ভেঙে জলের স্রোতে ভেসে যায়।ভেঙে যাওয়ার কারন, গত ২০০৮ সালে নদীটি সংস্কার হওয়ার পর সবং,পটাশপুর,ভগবানপুরে আর তেমন বড় বন্যা হয়নি।গত আট বছরে কেলেঘাই নদীর বুকে এই সময়ের মধ্যে কচুরিপানা সহ বড় বড় আগাছা জন্মায়।
সেই আগাছা পরিষ্কার করা আর হয়নি। এখন নদীর জল বাড়ায় নদী গর্ভের মাটি থেকে এমন চার /পাঁচ ফুট উচ্চতার বড় বড় আগাছার চাঙ্গড়,যা এক একটা এক দুই বিঘা আয়তনের ভেসে এসে ঐ ব্রীজে আটকে পড়ে।জল যেতে না পারায় তাতে পটাশপুর ভগবানপুর, মংগলামাড়ো এমন স্থানের বহু মৌজা প্লাবিত হয়।

আরও পড়ুনঃ রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন,কালভার্টের দাবি এলাকাবাসীর
জলের সাথে এমন আগাছার চাপে সেতুটি ভেঙে পড়ে এবং সেই আগাছার সাথে ভেসে চলে যায়।ক্ষতি হয় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বা তারও বেশী।সেতুটি মঙ্গলবার সন্ধ্যায় ভেঙে পড়ে।সরকারী ভাবে পারাপারের কোনো ব্যবস্থা এখনো হয়নি। লোকেরা নৌকায় প্রতিজন দশ টাকা ভাড়া দিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584