নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে যুবকের সাথে ধৃত এক সাধু

0
122

সিমা পুরকাইত,দক্ষিন২৪ পরগণাঃ

Continuously rape to the girl by youth and saint
অভিযোগকারী নাবালিকা ডায়মন্ডহারবার থানায়।নিজস্ব চিত্র

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠল স্থানীয় নারায়নপুরের যুবক গৌরব মন্ডল এবং এক সাধু তাপস হালদারের বিরুদ্ধে।লাগাতার এই ধর্ষণের কথা বাইরে প্রকাশ করলে খুনের হুমকিও দেওয়া হয়।অভিযুক্ত দুই জনকে আজ ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেফতার করেছে।

Continuously rape to the girl by youth and saint
অরুময় গায়েন।নিজস্ব চিত্র

ঘটনার প্রকাশ এই যে,দু’বছর আগে এক সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে গৌরব মন্ডল তার পথ আটকায়।তারপর নাবালিকার মুখ চেপে ধরে ধানক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।পরে মেরে ফেলার হুমকি দেয়।যাতে কেউ না জানতে পারে।সেই থেকে ভয় দেখায় গৌরব। কখনও আবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চার পাঁচদিন অন্তর লাগাতার ধর্ষণ করে অভিযোগকারী নাবালিকাকে।

নিজের বাড়িতেই এমন করত বলে দাবি অভিযুক্তর।এরই মধ্যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।ইতিমধ্যে সন্তানসম্ভবা হয়ে ওঠে অভিযোগকারী।তখন সে অভিযুক্ত গৌরবকে বিয়ে কথা বললে তারা দীঘায় যায়, সেখানে চন্দনেশ্বর মন্দিরে মাথায় সিঁদুর লাগিয়ে দেয়।

আরও পড়ুনঃ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

কয়েক ঘন্টা পর সিঁদুর মুছে দেয় গৌরব মন্ডল।বলে বাড়ি গিয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করবে।কিছুদিন পরে জানায় বাবা মা বিয়েতে রাজি না।অভিযুক্ত জানায় তার বাবা মাকে রাজী করতে নাবালিকাকে যেতে হবে সাধু তাপস হালদারের কাছে সেই নাকি বশীকরণের মাধ্যমে অভিযোগকারীর হবু শ্বশুর শ্বাশুড়িকে রাজী করাবে।

বশীকরণের নাম করে সাধু বিকৃত লালসা মেটায়।অভিযোগকারীর নগ্ন ছবি তোলে।বিভিন্নভাবে শুরু হয় ব্ল্যাকমেল।ঔষুধ খাইয়ে গর্ভস্থ ভ্রূণটিও হত্যা করা হয় বলে অভিযোগ।অভিযুক্ত গৌরব এবং তাপস তাকে বাধ্য করে তাদের কথা মতো চলার জন্য।ইতিমধ্যে বন্ধ হয়ে যায় স্কুল।পরিবারের অন্য সদস্যদের কাছে জানাতে বাধ্য হয় অভিযোগকারী।

তারা গৌরবের পরিবারের সাথে যোগাযোগ করে।কিন্তু সেখান থেকে তাদের নিরাশ করা হয়।উপায়ান্তর না দেখে অভিযোগকারী পরিবার দারস্থ হয় ডায়মন্ড হারাবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েনের নিকট।তাঁরই সাহায্যে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আজ অভিযুক্ত দুই জন গ্রেফতার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here