নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করনদিঘির তিন করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় এখনও পর্যন্ত ৩০ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জের শেরপুর গ্রামপঞ্চায়েত এলাকার ডোডরা গ্রামের করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে ১৪ জন এসেছিলেন৷ রবিবার তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
অন্যদিকে করনদিঘির দোমোহনা এলাকার করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ১১ জন ও কালিয়াগঞ্জের করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৫ জনকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে জেলা প্রশাসন। তিন কন্টেনমেন্ট জোনেই কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ প্রথম করোনা আক্রান্তের হদিশ দক্ষিণ দিনাজপুরে
রায়গঞ্জের শেরপুর গ্রাম আরও পড়ুনঃ পঞ্চায়েতের ডোডরা গ্রামের বাসিন্দা গত ৯ মে রাজস্থান থেকে ফিরেছিলেন। সেই রিপোর্টে দেখা গিয়েছে ওই ব্যক্তির করোনা পজিটিভ রয়েছে। এদিকে করনদিঘির দোমোহনা ক্ষত্রিয় গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তি ৯ মে লক্ষ্ণৌ থেকে ফেরেন।
কালিয়াগঞ্জের থানা পাড়া এলাকার আক্রান্ত ব্যক্তি একই দিনে কলকাতার খিদিরপুর এলাকা থেকে ফিরেছিলেন৷ তিন ব্যক্তিই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শনিবার গভীর রাতে ওই তিন ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে৷
এরপরেই নতুন করে তৎপরতা শুরু হয় জেলার প্রশাসনিক মহলে। এদিকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করনদিঘির তিন কন্টেনমেন্ট জোনে শুরু হয়েছে কড়া পুলিশি নজরদারি। ওই এলাকায় ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে উত্তর দিনাজপুরে এনিয়ে মোট ৯ জিনের করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৯।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584