নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের মালদহে নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বুধবার গভীর রাতে মালদহ মেডিকেল কলেজের ভিআরডিএল থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে মোট ১৭ টি করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আক্রান্তরা সকলেই মালদহ জেলার বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত মালদহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় মালদহ শহরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে ইংলিশবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নর্থ কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের একজন, ২ নম্বর ওয়ার্ডের গ্রীনপার্ক ও কৃষ্ণকালী তলায় ২ জন, ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর অরবিন্দ কলোনির ১ জন এবং ২২ নম্বর ওয়ার্ডের ব্যারাক কলোনির একজন রয়েছেন।
আরও পড়ুনঃ রেলের সম্পত্তি দখল করে বসবাসের অভিযোগে ভাঙা হল বাড়ি
এছাড়াও ইংরেজবাজার ব্লকের বুধিয়া গ্রাম পঞ্চায়েতের একজন আক্রান্ত রয়েছেন। বাকি একজনকে এখনও চিহ্নিত করতে পারেনি স্বাস্থ্যদফতর। শহরজুড়ে করোনা আক্রান্ত বাড়তে থাকায় যথেষ্ট উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকার রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে দিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584