কোচবিহারেও থাবা! মুম্বাই থেকে ফেরার পথে মৃত যুবকের দেহে করোনা পজিটিভ

0
73

মনিরুল হক, কোচবিহারঃ

মুম্বাই থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সেই মৃত এক যুবকের দেহে মিলল করোনার ভাইরাস। কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে লালারস পরীক্ষার জন্য পাঠালে তাঁর করোনা পজিটিভ আসে। তাঁর সাথে থাকা ওই যুবকের বাবা মাকে এই মুহুর্তে কোচবিহার ২ নম্বর ব্লকের এক আত্মীয়ের বাড়িতে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টেন দেওয়া হয়েছে শহরের বাসিন্দা তাঁদের এক আত্মীয়কেও।

Cooche behar medical | newsfront.co
প্রতীকী চিত্র

কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম দীপ মজুমদার। তাঁর বাড়ি বাংলাদেশে। সে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। গত পূজায় তাঁর চিকিৎসার জন্য মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই তিনি তাঁর বাবা মায়ের সাথে মুম্বাইয়ে ছিলেন।

আরও পড়ুনঃ আমফানের তাণ্ডব নবান্নেও, আহত দুই পুলিশকর্মী, লন্ডভন্ড মন্ত্রীর ঘর

কিন্তু সেখানে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে ফেরানো হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়। পরে গতকাল তাঁকে সরাসরি কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকেই তাঁর লালারস পরীক্ষা করা হয়। এরপরেই তাঁর করোনা আক্রান্ত থাকার খবর প্রকাশ্যে আসে।

তবে যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছিল, সেটি গতকাল ভাঁড়া মিটিয়ে দেওয়ার পর চলে যায়। এখন স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন ওই অ্যাম্বুলেন্স যাতায়াতের পথে কোথায় কোথায় কার সংস্পর্শে এসেছিল, সেটা খুজে বের করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here