মেদিনীপুর মেডিকেলে ফের বন্ধ করোনা পরীক্ষা

0
116

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পরীক্ষা বিভ্রাটের জেরে দুদিন চলার পর ফের বন্ধ হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজের ভিডিআরএল ল্যাব। ফলে করোনা পরীক্ষা এখন আর জেলায় হবেনা। তবে এবার আর এসএসকেএমে নয়। সব নমুনা পাঠানো হচ্ছে কলকাতারই নাইসেডে।

midnapore medical college | newsfront.co
ফাইল চিত্র

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল বলেছেন, মেদিনীপুরের নমুনায় পজিটিভিটির হার অনেক বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত নমুনা নাইসেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ করা যেতে পারে যে, ল্যাব টেকনিসিয়ানদের আক্রান্ত হওয়ার ঘটনায় আগেই প্রায় এক সপ্তাহ ওই ল্যাবরেটরি বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ ‘শিক্ষক দিবস’ -এর দিনেই প্রতীকী অনশনে কলেজের শিক্ষক-শিক্ষিকারা

কলকাতার এসএসকেএম এবং মেদিনীপুরের করোনা পরীক্ষার রেজাল্টে বিস্তর ফারাক দেখা গিয়েছে। মেদিনীপুরে করোনা পরীক্ষায় মুড়ি মুড়কির মতো যেখানে পজিটিভ রেজাল্ট আসছিল। সেখানে এসএসকেএমের ফল পুরোপুরি উল্টো। অধিকাংশই নেগেটিভ। জীবানুমুক্ত করার পর মাত্র দুদিন আগেই তা ফের পুরোদমে চালু হয়।

আরও পড়ুনঃ রামজীবনপুর পুরসভায় মাসিক বেতন সহ একাধিক দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে একইভাবে ভুরি ভুরি পজিটিভ রিপোর্ট আসছে। দেখা গিয়েছে যে এসএসকেএমে যেখানে গড় পজিটিভিটির হার ৬ থেকে ৭ শতাংশ। সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় পজিটিভিটির হার ২৪ থেকে ২৫ শতাংশ। প্রায় চারগুন বেশি। শেষমেশ ঠিক হয়েছে যে আপাতত মেদিনীপুরের ল্যাব বন্ধ রেখে সমস্ত নমুনা নাইসেডে পাঠানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here