সিভিক পুলিশের হুমকি ও অত্যাচারে নাজেহাল দম্পতি

0
170

শান্তনু পুরকাইত ,দক্ষিন ২৪ পরগনাঃ

সিভিক পুলিশের পরিচয় দিয়ে হুমকি ।চার বছর ঘর ছাড়ার পর বাড়ি ফিরলে দম্পতিকে বেধরক মারধর সিভিক পুলিশের । ঘটনার পর থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার পুলিশের । রাস্তায় সুবিচারের আশায় দিন গুনছেন দম্পতি । ঢোলা থানার পাথর বেড়িয়ার ঘটনা।অভিযোগের তীর সিভিক পুলিশ সৌমিত্র পুরকাইতের দিকে।

অভিযুক্ত সিভিক পুলিশ

অভিযোগ চার বছর আগে ৭৫ শতক জায়গার পুকুর নিয়ে বচসা বাঁধে অভিযোগকারী অচিন্ত পুরকাইতের সঙ্গে সৌমিত্র পুরকাইতের । মারধর হুমকি ঘর ভাঙচুর করে অচিন্ত বাবুর ।সিভিক পুলিশ চাকরি করায় অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । তার পর থেকে নানা অত্যাচার কখনো স্ত্রীর উপর হামলা । চুলকেটে নেওয়ার মতো গুরুতর অভিযোগ । তার পর থেকে ঘর ছাড়া।

অভিযোগকারী।নিজস্ব চিত্র

স্থানিয় আবাদ ভগবান পুর গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে সমাধান মেলে নি । হুমকি মারধোর ভাঙচুরে দিশেহারা পরিবার । আজ সকালে ভোটার কার্ড সংশোধন করতে গেলে অচিন্ত বাবুকে বেঁধে রেখে মারধর করে । পরে সিভিক পুলিশ বলে পরিচয় দেখিয়ে ভয় দেখায় । ঘটনার পর আতঙ্কিত দম্পতি । সমাধানের আসায় দিন গুনছেন অচিন্ত বাবুর পরিবার । পেশায় মাছ বিক্রেতা অচিন্ত বাবুর অসহায় অবস্থা । এক ছেলে স্ত্রীকে নিয়ে থাকতো অচিন্ত পুরকাইত । সৌমিত্র, অচিন্ত পুরকাইতের দাদার ছেলে । বিষয়সম্পত্তির জেরে এমন ঘটনা বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সোনা পাচার কান্ডে ধৃতদের কুড়ি দিনের পুলিশি হেফাজত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here