‘নগনাট ফাউন্ডেশন’ এবং ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’-এর যৌথ উদ্যোগে শরৎ বোস রোডে কোভিড কেয়ার ইউনিট

0
70

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্বেচ্ছাসেবী সংস্থা ‘নগনাট ফাউন্ডেশন’ এবং ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’-এর যৌথ উদ্যোগেই গড়ে উঠল এই কোভিড কেয়ার ইউনিট।সাউথ সুবারবান স্কুল ক্যামপাসে গড়ে উঠেছে এই ইউনিট। ২৪ ঘণ্টা চিকিৎসক এবং নার্সের পরিষেবা থাকবে এখানে। থাকবে অক্সিজেন পরিষেবা।

covid care unit inauguration | newsfront.co

ministers | newsfront.co

এই ইউনিটকে ক্রিটিকাল কেয়ার সার্ভিস দেবে ‘রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান’। প্রসঙ্গত, ‘নগনাট ফাউন্ডেশন’২০১৪ সালে গড়ে ওঠে দেবযানী গুহ, দেবলীনা ঘোষ, দেবিপ্রিয়া গুহর হাত ধরে। মূলত, এই স্বেচ্ছাসেবী সংস্থাটি শিশুদের স্বাস্থ্য, সন্তানসম্ভবাদের স্বাস্থ্য এবং প্রবীণদের জন্য কাজ করে। করোনা পরিস্থিতি, আমফানেও এই সংস্থা ত্রাণ কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

beds | newsfront.co

covid care unit | newsfront.co

আরও পড়ুনঃ ত্রিকালদর্শী লোকনাথের তিরোধান দিবসে ভাস্বরের অনন্য উদ্যোগ

দক্ষিণ ২৪ পরগণার গ্রামগুলিতে বসবাসকারী আর্তদের খাবার, ওষুধ, অক্সিমিটার, স্টিম মেশিন সরবরাহ করে। এমনকী কাউন্সেলিং-এর ব্যবস্থাও করে এই সংস্থা।শরৎ বোস রোডে খুলে গেল ৫০-টি শয্যা বিশিষ্ট এই কোভিড কেয়ার ইউনিট।৩ জুন এই ইউনিটের উদ্বোধনে হাজির ছিলেন শিশু মঙ্গল সেবা প্রতিষ্ঠানের সচিব, সাংসদ দেবাশিস কুমার, মন্ত্রী সুব্রত মুখার্জি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here