নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে নিরাপদে এসে পৌঁছাল করোনা ভ্যাকসিন। বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্মীয়মাণ দফতরের স্টোর রুমে রাখা হয় এই ভ্যাকসিন।
১২,৫০০ কোভিশিল্ড ভ্যাকসিন এদিন আলিপুরদুয়ারে এসে পৌঁছায়। এই ভ্যাকসিনের মধ্যে ১৬০ টি ভ্যাকসিন যাবে হাসিমারা বায়ু সেনা ছাউনিতে। বাকি ভ্যাকসিন প্রাথমিক ভাবে স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পৌঁছালো করোনা ভ্যাকসিন
১৬ জানুয়ারি থেকে আলিপুরদুয়ার জেলায় চারটি সেন্টারে – আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল, ফালাকাটা গ্রামীণ হাসপাতাল ও যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে সকাল ৯ টা থেকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা।
এদিন জেলা স্বাস্থ্য আধিকারিকের স্টোর রুমে ভ্যাকসিন আসার আগেই উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584