নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার থেকে প্রচন্ড বৃষ্টিপাত। বাদ পড়েনি মুর্শিদাবাদ জেলাও। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বুধবার থেকে কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার কখনো মূষলধারে বৃষ্টিপাত।
সাগরদীঘিতেও পরিস্তিতি একই রকম। প্রচন্ড বৃষ্টির ফলে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। বাড়ি ভেঙে মাটিতে চাপা পড়ে যায় মানুষ সহ গবাদি পশু। ঘটনাটি ঘটেছে সাগরদীঘির ছামুগ্রাম এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাত্রে আর্তনাদের শব্দে স্থানীয়দের ঘুম ভেঙে যায়।
আরও পড়ুনঃ ইসলামপুরে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর
তারা বাইরে বেরিয়ে আসে এবং তড়িঘড়ি উদ্ধার করে জিতু মন্ডল নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে। তাদের দুজনের সামান্য আঘাত লাগে। তবে রক্ষা করতে পারেনি তাদের গবাদী পশুদের। তাদের পোষ্য গরু ও ছাগল মাটিতে চাপা পড়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584