মুর্শিদাবাদে ঘোষণা হল বামপ্রার্থীদের নাম

0
356

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও নিজেদের প্রার্থী পদ ঘোষণা করল বামফ্রন্ট। আজ মুর্শিদাবাদে নিজেদের ৫ আসনের প্রার্থীপদ ঘোষণা করল তারা।

Kamal Hossain | newsfront.co
কামাল হোসেন। ফাইল চিত্র

জেলাতেও বামেদের তরুণ মুখ যেমন দেখতে পাওয়া গিয়েছে তেমন, মহিলা ও অভিজ্ঞ মুখেরও দেখা মিলেছে। প্রার্থী হিসেবে ভগবানগোলায় ঘোষণা হয়েছে যুব মুখ বলে পরিচিত কামাল হোসেনের নাম। প্রাক্তন ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করা হয়েছে ডোমকলে।

Mustafijur Rahman | newsfront.co
মোস্তাফিজুর রহমান। ফাইল চিত্র
Saiful Islam Molla | newsfront.co
সাইফুল ইসলাম মোল্লা। ফাইল চিত্র

পাশাপাশি অভিজ্ঞ মুখ হিসেবে জলঙ্গীতে বামেদের প্রার্থী তালিকায় ঠাঁই হয়েছে সাইফুল ইসলাম মোল্লার। নবগ্রামে প্রার্থী হচ্ছেন কৃপালীনি ঘোষ। এছাড়াও জঙ্গীপুরে আরএসপি’র প্রতীকে প্রার্থী হচ্ছেন প্রদীপ নন্দী।

আরও পড়ুনঃ নবীন প্রবীণের মিশ্রণে বাম প্রার্থী তালিকায় রাজনৈতিক বার্তা

Kripalini Ghosh | newsfront.co
কৃপালীনি ঘোষ। ফাইল চিত্র

প্রার্থী পদ প্রকাশের পর ডিওয়াইএফআইয়ের জেলা নেতা সন্দীপন দাস জানান, তাদের এবারের লড়াইয়ের মূল লক্ষ্য বেকারদের চাকরি, বাংলার গণতন্ত্র ফেরানো ও নারীদের সম্মান ফেরানো। জেলায় তো বটেই রাজ্যেও তারা ভালো ফল করবেন বলে আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here