নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সিপিএমের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইটাহার থানার সুরুন ১নং গ্রাম পঞ্চায়েত অফিসে। শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগে সরব হয়েছেন সিপিএম নেতৃত্ব।
অভিযোগ অস্বীকার করে, পাল্টা প্রচারের জন্য সিপিএমই এই কাজ করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও এই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সিপিএমের ছ’জনের একটি দল পঞ্চায়েত প্রধানকে তাদের দাবিপত্র দিয়েছেন।
ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কাজের দাবি, ১০০ দিনের কাজের সময় বাড়ানো, পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিভিন্ন ধরনের ভাতা সময়মতোন দেওয়া সহ মোট ১৪ দফা দাবি নিয়ে সিপিএম এই ডেপুটেশনের ডাক দিয়েছিল।
আরও পড়ুনঃ ইসলামপুর কোভিড হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব কংগ্রেস
শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিএমের নেতা কর্মী সমর্থকেরা৷ অভিযোগ, এমন সময়ে সেখানে জড়ো হয়ে থাকা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। অভিযোগ, সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে বানচাল করতে এবং কর্মী সমর্থকদের ভয় দেখাতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বোমা ছুঁড়েছে।
যদিও বোমার আঘাতে কেউ জখম হয়নি। ডেপুটেশন কর্মসূচি শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। এদিকে পঞ্চায়েত প্রধান অনিতা দাস বলেন, “শান্তিপূর্ণ ভাবেই ডেপুটেশন নেওয়া হয়েছে। পঞ্চায়েতের বাইরে একটা বোমা ফাটার মতো শব্দ হয়েছে। কি ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584