নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
কেন্দ্র ও রাজ্যের জন বিরোধী নীতির বিরুদ্ধে ও শ্রমিকদের ১৬ দফা দাবির সপক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আজ সিপি আই(এম) এর বিক্ষোভ ও মিছিল সংগঠিত হলো। জেলার সদর শহর বালুরঘাটে সিপি আই(এম) এরিয়া কমিটির উদ্যোগে পাবলিক বাস স্ট্যান্ডের সামনে বেলা ১১ টা নাগাদ বিক্ষোভে জমায়েত হয় প্রায় দের শতাধিক পার্টির কর্মী ও সমর্থক ।
প্রখর রৌদ্র উপেক্ষা করে ঝান্ডা কাঁধে নিয়ে মিছিল শুরু হয় বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে। মিছিলটি যুবশ্রী মোড়, উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাসস্ট্যান্ড, গীতাঞ্জলী মোড় হয়ে বালুরঘাট বাস স্ট্যান্ডের ট্রাফিক মোড়ে শেষ হয়। মিছিল শেষে ১৬ দফা দাবির পক্ষে এক ঘন্টার পথসভা হয় । এরিয়া কমিটির সদস্য অনিমেষ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক পরিমল সরকার ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমিত সরকার । পথসভায় জেলা নেতৃত্ব অমিত সরকার বলেন দেশের সংবিধানের বিরুদ্ধে মোদি সরকার দেশের শ্রম আইন তুলে দিতে চাইছেন।
আরও পড়ুনঃ গোঁসাইপুরে চোলাই মদ উদ্ধার
সবাইকে অন্ধকারে রেখে রাজ্যসভা ও লোকসভা কে উপেক্ষা করে তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিক্রি করে দিচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে দেশে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে চিকিৎসার অভাবে তখন জনসাধারণের হকের টাকা প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা চিকিৎসায় সঠিক উপায়ে খরচ করছেন না কেন ? জনগন এই টাকার হিসাব চায়।
আরও পড়ুনঃ বালুরঘাটে বাড়ল দোকান খোলা রাখার সময়
আমরা ধিক্কার জানাই বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকারকে শ্রমিক ও কৃষকদের নিয়ে ধাপ্পাবাজি খেলায়। এদিন বিক্ষোভে অংশ গ্রহণ করে জেলা সিপি আই (এম) নেতৃত্ব কল্যাণ দাস, সর্বানী নিয়োগী, শিশির দে, অপূর্ব সেন এছাড়াও উপস্থিত ছিলেন গনসংগঠনের নেতা সমীরণ সাহা, শংকর ঘোষ, অসীম মন্ডল, ভজন সাহা সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584