মনিরুল হক, কোচবিহারঃদলীয় কর্মী রমজান মিঞার মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করল সিপিএম। সোমবার কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জে প্রতিবাদ মিছিলে সামিল হয় সিপিএম কর্মী সমর্থকরা। এদিন কোচবিহার শহরে সিপিএম কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিএমের কৃষক সংগঠনের নেতা তমসের আলি ও অন্যান্য নেতারা। দিনহাটায় মিছিলে হাঁটেন সিপিএম নেতা তারাপদ বর্মন, বিশ্বনাথ চৌধুরী, প্রবীর পাল ও অন্যান্য নেতা কর্মীরা। এদিন মেখলিগঞ্জেও সিপিএম কর্মী মৃত্যুর প্রতিবাদ মিছিল হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সিপিএম শরিক ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ অধিকারী। এদিন মিছিল থেকে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা করা হয়।

প্রসঙ্গত, রবিবার রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জে সিপিএম ও তৃনমূলের মধ্যে সংঘর্ষ হয়। তাতে উভয় পক্ষের প্রায় ষোলজন আহত হয়। তাদের মধ্যে রমজান মিঞাও ছিলেন। সিপিএমের অভিযোগ, তৃনমূল কর্মীরা রমজান মিঞাকে খুন করেছে। ওই ঘটনায় সোমবার পুলিশ সিপিএমের তিন কর্মী এবং তৃনমূলের চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে। রবিবারের ঘটনায় দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ জানাতে আজ জেলা জুড়ে মিছিল করে সিপিএম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584