নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শাল,মহুয়ায় ঘেরা শালবনীতে সুস্থ সংস্কৃতি আর বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) শালবনী আঞ্চলিক শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার বিকেলে শালবনী নিচুমঞ্জরী গার্লস হাইস্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় জোনের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় একশোজন প্রতিযোগী যোগ দেয়।বসে আঁকো, আবৃত্তি (বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালী), প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, নির্বাচিত গদ্যাংশপাঠ,একক সংগীত,সমবেত সঙ্গীত (বাংলা ও সাঁওতালী) প্রভৃতি নানা বিষয়ে শ্রেণী ভিত্তিক ত্রিশটি ইভেন্টে প্রতিযোগিতা হয়।
সফলদের পুরস্কৃত করা হয়।প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা মহকুমাস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পরিমল মাহাতো,সবিতা মান্না, অনিন্দিতা শাসমল, অভিষেক দে, সরস্বতী জানা, নমিতা দাস প্রমুখ শিক্ষক শিক্ষিকা নেতৃত্বের পরিচালনায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584