অকাল বৃষ্টিতে জেলা জুড়ে আলু ও সবজি চাষে ব্যাপক ক্ষতি

0
106

শ্যামল রায়,কালনাঃ

damage to the cultivation of vegetables Due to rain
নিজস্ব চিত্র

বসন্তের অকাল বৃষ্টিতে কালনা ও কাটোয়া মহকুমা জুড়ে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।সেই সাথে আলু চাষিদের মাথায় হাত।মন্তেশ্বর ব্লকের বেশিরভাগ আলুর জমিতে জল জমে যাওয়ায় আলু পচে যাওয়ার সম্ভাবনা আতঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা।জলমগ্ন জমি থেকে আলু তুলছেন চাষিরা।তাই মাঠ থেকে আলু তোলার মুখে এই ধরনের বিপর্যয়ে হাজার হাজার চাষি মুষড়ে পড়েছেন।ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।
পরপর কয়েক দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলায় আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন,তেমনি আবার কালনা কাটোয়াতেও চাষিদের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে জেলায় মোট ৫১ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৪২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত।তাই অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন।কালনা এক নম্বর ব্লকে ১৩৮০ হেক্টর জমিতে কালনা ২ নম্বর ব্লকে ৫২৫০ হেক্টর জমিতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকে১৩৮০ হেক্টর জমিতে পূর্বস্থলী ২ নম্বর ব্লকে১১২৫ হেক্টর জমিতে ও মন্তেশ্বরে ১০৫০ হেক্টর জমিতে,কাটোয়া ১ ও ২ কেতুগ্রাম ১ ও ২ মঙ্গলকোটে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও কালনা ২ নম্বর ব্লক পূর্বস্থলী ১ নম্বর ব্লক পূর্বস্থলী ২ নম্বর ব্লকে মন্তেশ্বরে সর্ষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।কাটোয়া মহকুমা জুড়ে পাঁচটি ব্লকে ১০হাজার৬০০ হেক্টর বোরো ধান চাষের জমি রয়েছে এখানেও বোরো চাষের ও ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ বসন্তের অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে চাষিরা

কালনা কাটোয়া মহকুমা জুড়ে সবজি সর্ষে ও পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।মন্তেশ্বরে জলমগ্ন জমি থেকে আলু তুলছেন চাষিরা।তপন ঘোষ ও শ্যামসুন্দর ঘোষ প্রমুখ জানিয়েছেন যে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির শিকার হলেন চাষিরা তাই আগামী দিন কতটা সামাল দিতে পারবেন হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here