‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’ শুরু হচ্ছে

0
348

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নতুন চমক নিয়ে আসছে ‘ডান্স ডান্স জুনিয়র- সিজন টু’। এবারের সিজনে বিচারকের আসনে থাকছে দারুণ চমক।

mithun, dev,monami | newsfront.co

বিচারকের আসনে থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, সর্বকালের ব্যস্ত অভিনেত্রী মনামী ঘোষ এবং সুপারস্টার দেব। লিটল ডান্স মাস্টারদের নাচের সৌকর্য বিচার করবেন তাঁরা।

deepak | newsfront.co
বিচারক দেবের লুক
dev and mithun | newsfront.co
এক ফ্রেমে দেব মিঠুন

এই তিন মহারথীকে নিয়ে সম্প্রতি হয়ে গেল ‘ডান্স ডান্স জুনিয়র- সিজন টু’র প্রোমো শুট। তিন বিচারকের লুকেও থাকবে দারুণ চমক৷

mithun da | newsfront.co
বিচারক মিঠুন চক্রবর্তীর লুক

বলতে দ্বিধা নেই, মনামীর নাচের জাদুতে কুপোকাত তাঁর ফ্যানকূল। শুধু তাই নয়, তাঁর নৃত্যশৈলি নজির সৃষ্টি করেছে সাংস্কৃতিক মহলে। ওদিকে মহাগুরুর নৃত্যশৈলি নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই।

আরও পড়ুনঃ নতুন চমক নিয়ে হাজির ‘সুপারস্টার পরিবার- সিজন টু’

একইভাবে সুপারস্টার দেবের ডান্স ক্যারিশ্মা নিয়ে ওয়াকিবহাল টলিউড এবং দর্শক। খুব শীঘ্রই স্টার জলসায় আসবে ‘ডান্স ডান্স জুনিয়র-সিজন টু’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here