বদরুল আলম,তারকেশ্বর
ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করল তারকেশ্বর থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানা ওই দুষ্কৃতীদের গ্ৰেফতার করে । ধৃতদের নাম সমরেন্দু বিশ্বাস ও সুকুমার দাস । তাদের কাছ থেকে পাওয়া গেছে একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ । জানা গেছে , হুগলি জেলার তারকেশ্বর থানার নতুন বাসস্ট্যান্ড লাগোয়া টি সি রোডে এগোরো জন দুষ্কৃতী জড়ো হয়েছিল । ডাকাতি করার উদ্দেশ্যে এগারো জনের এই দুষ্কৃতী দলটি রাত দুটো নাগাদ এলাকায় ঘোরাঘুরি শুরু করে । স্থানীয়দের সন্দেহ হয়।তারা পুলিসকে খবর দেয় । এর পর পুলিসের একটি দল এসে এলাকা ঘিরে ফেলে । বিপদ বুঝে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা । কিন্তু তাদের মধ্যে থেকে সমরেন্দু ও সুকুমারকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । বাকিরা চম্পট দেয় । ধৃত ২ জনেরই বাড়ি শ্রীরামপুরের মাহেশের বৈষ্ণবপাড়া লেনে । পুলিস বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । ধৃতদের বিরুদ্ধে এর আগে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584