নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বুধবার চিতাবাঘের আক্রমনে মৃত্যু হলো ব্লকের ধুমচিপাড়া চা বাগানের ১২ নং লাইনের এক শিশুর।মৃতের নাম ইডেন নাইক।স্থানীয় সুত্রে জানা যায়,শিশুটি বাগানের পথ ধরে যাচ্ছিল। বাগান থেকে হঠাৎ একটি চিতাবাঘ তাকে আক্রমন করে।পাশের বালকেরা চিৎকার করলে বাঘটি শিশুটিকে ফেলে চা বাগানে ঢুকে পরে। চিতার আক্রমনে শিশুটি মারাত্মক ভাবে জখম হয়।তাকে মাদারি হাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
আরও পড়ুনঃ খাঁচাবন্দী হয়েছে চিতা,এবার দাড়ি কাটবেন বিশ্বজিৎ
মাদারিহাট বন দপ্তরের রেঞ্জার জানান,ধুমচিপাড়া চা বাগানে চিতা বাঘের হানার একটি পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি দু:খ জনক।ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন,দুঃখ জনক ঘটনা। তবে পরিবার টিকে বনদপ্তর থেকে ৪ লাখ টাকা আর্থিক ক্ষতি পূরন দেওয়া হবে।অপর দিকে শিশুর মৃত্যুতে সমগ্র বাগানে শোকের ছায়া নেমে এসেছে।হাসপাতালের বাইরে ভিড় জমান এলাকাবাসী ,ঘটনার পর আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ রাজনৈতিক বদান্যতায় বেড়ে ওঠা জবরদখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584