সিমা পুরকাইত,দক্ষিন২৪ পরগনাঃ
দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত পুটখালী,নস্কর পাড়ায় একটি অবৈধ বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন উপস্থিত হয়েছে।দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণ হয়।স্থানীয় সূত্রে খবর,এই কারখানাটির মালিক রমেশ সাউ যিনি মূলত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।নস্কর পাড়াতে ওনার শ্বশুর বাড়ি, সেখানে বসবাস করতেন তিনি।প্রায় ১ ঘন্টা চেষ্টার পরেও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা যায়নি,কারণ বিস্ফোরক বোঝাই দুইটি ড্রাম এ বিস্ফোরণ হলেও আরও চারটি ড্রাম পাশেই রাখা ছিল,যা আগুনে সংযোগে এসে তীব্রতা বাড়ায়।এই বিস্ফোরণে আহত হয়েছেন নিমাই বর্মণ এবং খোকন বর্মণ।জানা গেছে প্রায় দলাপাকানো অবস্থায় একটি দেহ উদ্ধার হয়েছে যার নাম অনুপ দলুই এদের প্রত্যেকেরই বয়স চল্লিশ থেকে বাহান্নোর মধ্যে এবং এদের সকলেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরে।মহেশতলা থানায় অবৈধ বাজি কারখানার মালিককে আটক করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের দাবি প্রত্যেক বছরই এ ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটে এই সমস্ত অবৈধ কারখানা গুলিতে, কারণ এই কারখানা গুলির সঙ্গে জড়িত ব্যক্তিরা কখনোই কোন ভাবে বাজি কারখানা তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার সেগুলি পালন করত না।তাই প্রত্যেক বারের মতো এবারেও হয়েছে।
আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়িতে বেআইনী বাজি কারখানা,বিস্ফোরণে চমকে উঠল লাভপুর
প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কতটা নেয়া হবে তা বলা যাচ্ছে না।পুলিশ সূত্রে খবর তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে,মৃত্যু হয়েছে একজনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584