পৃথক ঘটনায় বর্ধমানে মৃত ৪

0
94

শ্যামল রায়, বর্ধমান: পৃথক ঘটনায় বর্ধমানে মৃত্যু হল এক মহিলা সহ ৪ জনের। প্রথম ঘটনায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম প্রতিমা কোড়া (৩৫)। বাড়ি বীরভূমের সিউড়ি থানার চন্ডিপুরে। মৃতার পরিবার সূত্রে জানা গেছে ৩০ মার্চ কাঠের জ্বালে  রান্না করতে গিয়ে অসাবধানতাবশতঃ গায়ে আগুন ধরে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিউরি হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। অপর একটি ঘটনায়  পারিবারক অশান্তির জেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। আত্মঘাতী যুবকের নাম ইউসুফ সেখ (১৯) বাড়ি পুর্ব বর্ধমানের পুর্বস্থলীর হলদী পাড়ায়। ২৬ মার্চ অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।জানা গেছে, মৃত যুবক পেশায় দিনমজুরের কাজ করতেন। পারবারিক অশান্তির জেরেই সে নিজেই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায়। অপর একটি ঘটনায় রাইস মিলের টিনের সেড থেকে পরে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অজিত পরামানিক (৪৭)। বাড়ি ভাতার থানার শুনুর গ্রামে। মৃত যুবকের পরিবার সুত্রে জানা গেছে, পেশায় দিন মজুর অজিত বাবু স্থানীয় একটি রাইস মিলের শেডের চালা মেরামতের কাজ করছিলেন । অসাবধানতবশতঃ সে রাইসমিলের শেড থেকে তিনি পরে যান। তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। অন্য একটি ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হল আসাদুল সেখ (৪০) নামে এক ব্যাক্তির।। মৃতের বাড়ি ভাতার থানার রামনগর  গ্রামে। মঙ্গলবার সে ভাতারের এড়ুয়ার গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। ফেরার পথে এড়ুয়ার বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকার সময় গুসকরা – বলগোনা রোডে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here