রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
মঙ্গলবার গভীর রাত্রে গুলিবিদ্ধ হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে বহরমপুর ভাকুড়ি এলাকায়। রাত্রে নিজের দোকানে থাকাকালীনই গুলিবিদ্ধ হয় ওই যুবক।
তারপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বহরমপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
সূত্রের খবর, গতকাল রাতে তরুণ হালদার বাড়ি না গিয়ে পাশেই একটি গ্যারেজে খাওয়া-দাওয়া করে নিজের দোকানে এসে ঘুমোয়।
আরও পড়ুনঃ কান্দিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলিবিদ্ধ ছাত্র
কিছু দুষ্কৃতী এসে তাকে মাথায় গুলি করে। আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাড়িতে খবর দেয় পাশের গ্যারেজের মালিক।
তারপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। কেন কি কারণে এই ঘটনাটি ঘটলো সেই নিয়ে তদন্ত করছে বহরমপুর থানা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584